হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালই আছেন।
About Krita
আজকে আমি ক্রেডিটা(Krita) সফটওয়্যার নিয়ে কথা বলব। আপনারা হয়তো এর সাথে অনেক আগে থেকেই পরিচিত। তবে যারা জানেন না তাদের কে বলে রাখি Krita একটি এনিমেশন এবং ড্রইং করার সফটওয়্যার। এই সফটওয়্যার টি ব্যবহার করে আপনি খুব সহজেই ছবি আঁকতে পারবেন অথবা এনিমেশন করতে পারবেন।তবে যাদের কম্পিউটার নেই মোবাইল ফোন কিংবা স্মার্টফোনের মাধ্যমেই এনিমেশন করা শিখতে চান তাদের জন্য ফিলিপ্যাক্লিপ নামের অ্যাপ্লিকেশানটেই অনেক ভালো হবে। তবে কেউ যদি চায় Krita সফটওয়্যারকে শিখতে তাহলে youtube থেকে বিভিন্ন ধরনের টিউটোরিয়াল দেখে শিখতে পারে। তবে টিউটোরিয়াল দেখে শেখা জ্ঞানগুলোকে হাতে-কলমে চেষ্টা করার জন্য তখন একটি কম্পিউটারের প্রয়োজন হয়। কিন্তু সমস্যার কারণ হলো এই যে সবার কাছে কম্পিউটার থাকে না। কিন্তু একটি মোবাইল ফোন বা এন্ড্রয়েড ফোন সকলের কাছে দেখতে পাওয়া যায়। তাই আজকের এই পোস্টে আমি আপনাদেরকে জানাবো কিভাবে আপনি Krita কম্পিউটার সফটওয়্যারকে আপনার ফোনে ইন্সটল করবেন। যখন কথা ওঠে কম্পিউটার সফটওয়্যার কে মোবাইল ফোনে ইন্সটল করার জন্য তখন আপনারা নিশ্চয়ই ইমুলেটরের কথা আপনাদের মাথায় এনেছেন। তবে ইমুলেটরের সমস্যাগুলো হল যে এটা চালানোর জন্য অনেকটা ভালো ফোনের প্রয়োজন হয়। তাছাড়া উইন্ডোজ ইমুলেটর কিংবা কম্পিউটার ইমুলেট র ব্যবহার করে কম্পিউটার এর মতো ইনভারমেন্ট সৃষ্টি করা গেলেও মোবাইল ফোনের অনেক রিসোর্স ব্যবহার করে থাকে এই ইমুলেটর। যার ফলে মোবাইল ফোনের পারফরমেন্সের ওপর অনেক তফাৎ এবং পরিবর্তন লক্ষ্য করা যায়। তার মধ্যে সবথেকে বড় একটা সমস্যা হলো ফোন ল্যাক করা বা হ্যাং হয়ে যাওয়া। যার জন্য আপনি কোন সফটওয়্যার কি ইন্সটল করে ফেললেও সেটিকে চালাতে পারেন না। তবে আপনাদের মধ্যে অনেকেরই ফোন হয়তো একটু ভালো কোয়ালিটির ভালো র্যাম এবং প্রসেসর থাকায় হয়তো ইমুলেটরের মাধ্যমে আপনি খুব সহজেই সফটওয়্যারকে ইন্সটল করতে পারবেন। তবে আজ আমি কোন ইমুলেটরের ইন্সটল করার কথা বলবো না। আজ আমি সরাসরি Krita App নিয়ে কথা বলব। আপনি সরাসরি Krita এপ্লিকেশনকে .apk ফাইলে ডাউনলোড করতে পারবেন এবং আপনার ফোনের সরাসরি ইন্সটল করতে পারবেন play store-এর মাধ্যমে । হ্যাঁ আপনি ঠিকই শুনছেন প্লেস্টোর এর মাধ্যমে আপনি খুব সহজেই মাত্র একটি ক্লিক এই আপনার ফোনে Krita কম্পিউটার সফটওয়্যারকে মোবাইল বাজারে আপনার ফোনে ইন্সটল করতে পারবেন। তো এই পোস্টটি পড়ে আপনি নিজেই আপনার ফোনে ত্রিটা সফটওয়্যার কে ইন্সটল করতে পারবেন। আপনাকে বলে রাখি এই Krita সফটওয়্যারটির অফিশিয়াল অ্যাপ আপনাকে ডাউনলোড করা শেখাবো।
Krita software download
আপনারা যারা Krita সম্পর্কে আগে থেকেই জানেন তারা হয়তো জানেন যে (ক্রিটা) Krita একটি ওপেন সোর্স সফটওয়্যার । এর মানে হলো এটা জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। এবং এটি সকল ব্যবহারকারীর জন্য সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করা হয়েছে। এর মানে আপনি সহজেই ফ্রিতে এটাকে ডাউনলোড করতে পারবেন। এই সফটওয়্যারটি চারটে প্ল্যাটফর্মের জন্য অ্যাভেলেবেল আছে। মানে আপনি চারটে অপারেটিং সিস্টেমের জন্য এটিকে ডাউনলোড করতে পারবেন।
সেই চারটি অপারেটিং সিস্টেম নিচে উল্লেখ করা হলো--
- Windows operating system
- Linux operating system
- Mac operating system
- Android operating system
এই চারটি অপারেটিং সিস্টেমের জন্য আপনি এই সফটওয়্যারটিকে ডাউনলোড করতে পারবেন। তবে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্য কিছু লিমিটেশন্স থাকতে পারে। তারপরও আপনি হুবহু কম্পিউটারের মতো ইউজার ইন্টারফেস পাবেন। মানে আপনি হুবহু কম্পিউটারের মতো পুরো দৃশ্যগুলো পুরো অপশন এখানে দেখতে পাবেন। আপনার মনে হবে আপনি হয়তো কোন কম্পিউটার চালাচ্ছেন। সুতরাং এর মাধ্যমে আপনি শিখতে পারেন Krita কিভাবে চালাতে হয়। দুইটা সম্পূর্ণ বিনামূল্যে হওয়ার জন্য এটি সবাই ব্যবহার করতে পারবেন। তবে আপনার যদি মোবাইল ফোন না থেকে থাকে তাহলে অ্যাপ্লিকেশন ভার্শন ডাউনলোড করে আপনি সেটাকে ব্যবহার করে শিখতে পারেন এই সফটওয়্যারটি কিভাবে চালাতে হয়। যেখানে আপনি টিউটোরিয়ালস দেখার পাশাপাশি মোবাইল ফোনেই সেগুলো প্র্যাকটিক্যালি করতে পারবেন। তাহলে আপনার জন্য শেখাটা আরও আনন্দের হয়ে উঠবে।
নিচে Krita একটি পিকচার দেওয়া হল ।
Install Krita Animation application and software on your phone
Krita Animation ইন্সটল করার পর আপনি আপনার মোবাইল ফোনে যে ধরনের ইন্টারফেস দেখতে পাবেন।
আপনি এখানে হুবহু কম্পিউটারের মত সমস্ত ধরনের ফিচারস এবং সুযোগ-সুবিধা গুলো পেয়ে থাকবেন। এটি কিভাবে চালাতে হয় এর টিউটোরিয়ালস আপনি গুগলে অথবা ইউটিউবে পেয়ে যাবেন। সেখান থেকে ভিডিও দেখে। আশা করি পোস্টটি আপনার ভালো লেগেছে। আপনি হয়তো এই পোষ্টের মাধ্যমে নতুন কিছু শিখতে পেরেছেন। যদি এরকমই তথ্য পেতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে এই ওয়েবসাইটটিকে সাবস্ক্রাইব করে রাখুন সাবস্ক্রাইব করার জন্য সবার নিচে প্রিমিয়াম সাবস্ক্রিপশন নামের একটি অপশন আছে ওখানে আপনি সাবস্ক্রাইব করতে পারেন।যদি কোন ধরনের সমস্যা হয় তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানান। আপনার সমস্যা গুলো কমেন্ট করে জানালে আমি সেগুলোর সমাধান আপনাকে বলে দেব। সুতরাং কোন ধরনের সমস্যা হলেই কমেন্ট করুন। তাছাড়া পোস্টটি কেমন হয়েছে বা কি ধরনের পোস্ট আপনি দেখতে চান এবং পড়তে চান সেই সমস্ত বিষয় কমেন্ট করুন। যাতে আমি বুঝতে পারি আপনি কোন ধরনের আর্টিকেল পড়তে চান। নিচে প্লে স্টোরে ডাউনলোড লিংক এবং অফিশিয়াল ওয়েবসাইটের লিংক দেওয়া আছে সেখান থেকে আপনি আপনার যে কোন ডিভাইসের জন্য সফটওয়্যারটিকে ডাউনলোড করতে পারেন।
গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে এই লিংকে ক্লিক করুন।