হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই ? আশা করি ভালই আছেন। সবাইকে স্বাগতম (আমার জ্ঞান) ওয়েবসাইটে । আজকের এই পোষ্টের মাধ্যমে এই ওয়েবসাইটে নতুন একটি সিরিজ যুক্ত হয়েছে। এই কোর্স টি হল ব্লগার নিয়ে। আপনি শুরু থেকে কিভাবে কোন পদ্ধতিতে প্রফেশনাল একজন ব্লগার হয়ে উঠতে পারেন সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। তো আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন।
#Blogging Beginner To Professional Tutorial And Guideline 2022
শুরুতেই আমরা যেসব বিষয়গুলো জানবোঃ
ব্লগার সাইট কেন তৈরি করবেনঃ
- নিজস্ব প্রয়োজনে ব্লগার ওয়েবসাইট তৈরি করা।
- ব্যবসায়িক বিষয় নিয়ে ব্লগার ওয়েবসাইট তৈরি করা।
- প্রোডাক্টের রিভিউ জন্য ব্লগার ওয়েবসাইট তৈরি করা।
- উপার্জনের জন্য ব্লগার ওয়েবসাইট তৈরি করা।
#2 ব্লগার ওয়েবসাইট কি ?
#3 কোন ওয়েবসাইটে ব্লগ তৈরি করা ভালোঃ
- www.blogger.com
- www.blogspot.com
- www.wordpress.com
#4 কোডিং জানা কি প্রয়োজনঃ
#5 ব্লগ তৈরিতে যা যা প্রয়োজনঃ
- কম্পিউটার বা মোবাইল (নিশ্চয়ই স্মার্ট ফোন)
- ইন্টারনেট সংযোগ
- একটি ভালো ব্রাউজার (যেমনঃ গুগল ক্রোম, অপেরা, মজিলা ফায়ারফক্স, ইন্টারনেট এক্সপ্লোরার ইত্যাদি)
#6 ব্লগারের প্রকারভেদঃ
- ব্যক্তিগত ব্লগার ওয়েবসাইট
- মোব্লগ
- এডুকেশন ব্লগ
- ফটোব্লগ
- সাইন্স ব্লগ বা বিজ্ঞানভিত্তিক ব্লগ
- ট্রাভেল ব্লগ
- বিজনেস ব্লক
- advice ব্লগ বা উপদেশ মূলক মূলক সাইট
- মোবাইল ফোন রিভিউ ব্লগ
#7 ওয়েবসাইট তৈরির প্রক্রিয়াঃ
Ways to get good results in exams Tips and Tricks Bangla - 2022
লগইন হয়ে গেলে করণীয়ঃ
সাবডোমেন নেম তৈরি করাঃ
- Post-এখানে আপনি পোস্ট করতে পারবেন পোস্ট অপশনে গিয়ে।
- Stats- স্ট্যাটাস এর ভেতরে গিয়ে আপনি দেখতে পারবেন আপনার ওয়েবসাইটের সকল ধরনের স্ট্যাটাস
- Comments- কেউ যদি আপনার ব্লগার ওয়েবসাইটে কোন পোস্টে কমেন্ট করে তাহলে আপনি এই কমেন্ট অপশনে গিয়ে তাদের কমেন্ট গুলো দেখতে পারবেন এবং রিপ্লাই করতে পারবেন
- Pages- এখানে আপনি চাইলে পেইজ ক্রিয়েট করতে পারবেন এটা অনেকটা পোষ্টের মতোই ।কিন্তু এদের মধ্যে পার্থক্য হল যে পোস্ট করলে এটা সকলে দেখতে পাবে। কিন্তু পেজ তৈরি করলে সেটা যেখানে আপনি লিঙ্ক শেয়ার করবেন সেখানেই শুধু পোস্টটি দেখা যাবে।
- Layout- লে আউট হল ওয়েবসাইটের লেআউট এখানে ওয়েবসাইটটি কি ধরনের দেখা যাবে কোন কোন বিষয়গুলো যুক্ত করা হবে এই সমস্ত বিষয়গুলো এখান থেকেই আপনি পরিবর্তন করতে পারবেন।লে আউট অপশন ব্যবহার করে আপনি সহজেই আপনার ওয়েবসাইটের লেআউট পরিবর্তন করে ডিজাইন পরিবর্তন করতে পারবেন প্রোগ্রামিং ছাড়াই।
- Thwme- থিম এর মাধ্যমে আপনি আপনার পছন্দের থিমটি আপনার ওয়েবসাইটে ইন্সটল করতে পারবেন।থিম অপশন টি ব্যবহার করে আপনি সহজেই আপনার ওয়েবসাইটকে প্রফেশনাল ওয়েবসাইট হিসেবে তৈরি করতে পারবেন। আপনি এখানে ফ্রি এবং প্রিমিয়াম দুটো ধরনের থিম ইন্সটল করতে পারবেন। ইন্টারনেটে ফ্রি এবং পেইড দুই ধরনের থিম পাওয়া যায়। এর সংখ্যাও অনেক বেশি। আপনি আপনার পছন্দের মত থিম ইন্সটল করে ব্যবহার করতে পারেন।
- Settings- সেটিংস এর মাধ্যমে আপনার ওয়েবসাইটের বিভিন্ন ধরনের সেটিং করতে পারবেন। SEO করার জন্য বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করার জন্য সেটিং অপশন ব্যবহার করা হয়ে থাকে। সেটিং আপনি ঠিক না করলে আপনার ওয়েবসাইটটি কখনোই সার্চ ইঞ্জিন এ রেংকিং করবে না।
- Reading list-রিডিং লিস্ট এর মাধ্যমে দেখতে পারবেন কোন কোন পোস্টগুলো বা পেজগুলো পড়া হয়েছে এবং ব্যবহারকারীরা সেগুলোকে ব্যবহার করেছে।
- View site- ভিসিট ওয়েবসাইটে ক্লিক করে আপনি আপনার ওয়েবসাইটটি কিরকম হয়েছে কিংবা আপনার ওয়েবসাইটটি দেখতে পারবেন।
#8 ওয়েবসাইট তৈরি করা পুরোপুরি হয়ে গেলে এবং উপরের সমস্ত কাজগুলো হয়ে গেলে করণীয়ঃ
#9 পোস্ট করাঃ
- সর্বপ্রথম আপনাকে একটি পোস্ট লেখার জন্য প্রস্তুতি নিতে হবে
- আপনি যে টপিক বা বিষয় সম্বন্ধে ভালো জানেন সেই সম্বন্ধে পোস্ট করতে হবে
- আপনাকে নিশ্চয়ই একটা আকর্ষণীয় টাইটেল নির্ধারণ করতে হবে আপনার পোষ্টের জন্য
- আপনার পোস্টটি টাইটেল ঠিক হয়ে যাওয়ার পর পোস্টটি লিখতে হবে
- পোস্টটি লেখার ক্ষেত্রে বেশ কিছু জায়গায় খেয়াল রাখতে হবে যেমন সর্বপ্রথম কন্টেন্ট, কি ওয়ার্ডস, অন্যান্য কিছু।
- আপনার পোস্টটি গুগলে কিংবা অন্য কোন সার্চ ইঞ্জিনে ranking এর জন্য আপনাকে ভালো কোন কনটেন্ট লিখতে হবে এবং আপনার পোষ্টের ভেতরে বেশ কিছু গুরুত্বপূর্ণ keyword যুক্ত করতে হবে।
- ফ্রিতে কিউ আর যুক্ত করার এবং প্রফেশনাল একটি ওয়েবসাইট Ahrefs . আপনি চাইলে এই ওয়েবসাইটে ফ্রিতে কিওয়ার্ড জেনারেট করতে পারবেন। তবে আপনি যদি এই ওয়েবসাইটের প্রিমিয়াম ভার্শন কিনতে চান তাহলে কিনতে পারেন। যদি আপনার সমর্থ থাকে। যদি না থাকে তাহলে এটি কি ফ্রিতে ব্যবহার করতে পারেন । এরকম আরো অনেক ওয়েবসাইট আছে , যেগুলো আপনি অনলাইনে খুঁজে সেগুলো ব্যবহার করতে পারেন।
- আপনার নির্ধারিত বিষয় সম্বন্ধীয় কিওয়ার্ডগুলো একত্রিত করে গুরুত্বপূর্ণ কিউট কে বারবার ব্যবহার করে কন্টেন্ট লেখার চেষ্টা করুন। এক্ষেত্রে আপনার কনটেন্ট রেংকিংয়ে সুবিধা হবে।
- তাছাড়া এমন কোন কনটেন্ট লেখার চেষ্টা করুন যেগুলো আগে অন্য কেউ লেখেনি কিংবা লিখলেও কম লিখেছে। অর্থাৎ নতুন ও ভিন্ন কনটেন্ট লেখার চেষ্টা করুন।
- সততার সাথে কনটেন্ট লিখুন। অর্থাৎ অন্য কোন ওয়েবসাইট থেকে কপি পেস্ট না করে নিজের অভিজ্ঞতা অনুযায়ী কন্টেন্ট লিখুন। অন্য কারো থেকে কনটেন্ট বা লেখা কপি পেস্ট করে পোস্ট তৈরি করলে plagrism এর জন্য আপনার ওয়েবসাইট রেংকিং হবে না। এবং আপনি উপার্জন করতে পারবেন না।
- বড় কনটেন্ট লেখার চেষ্টা করুন। বড় কনটেন্ট বলতে বুঝিয়েছি ২০০ ,৩০০ কিংবা ৪০০ শব্দের কনটেন্ট লিখতে চেষ্টা করুন। কারণ বড় কন্টেন্ট লিখলে আপনার কন্টেন্টের ভেতর অনেক তথ্য থাকায় সহজেই এটা র্যাংকিং করে।
- নিজস্ব তৈরি করা ছবি ব্যবহার করুন।গুগল থেকে কোন জায়গা থেকে ডাউনলোড করে সেই ছবিগুলোকে ব্যবহার করবেন না। নিজে ছবিগুলো তৈরি করে আপনার ওয়েবসাইটে আপলোড করুন। কিভাবে ছবি তৈরি করবেন বা থাম্বেল তৈরি করবেন সেই বিষয়টা নিয়ে আমি পরবর্তীতে আপনাদেরকে শেখাবো।
- পোস্ট এর লেভেল যুক্ত করো। প্রত্যেকটা পোষ্টের একটি করে লেবেল যুক্ত করা উচিত। এর জন্য ডান পাশের আইকনে ক্লিক করে লেভেল তৈরি করে নাও। লেভেল যুক্ত করলে পোস্টটির একটি নির্ধারিত কোন পার্ট বোঝা যায়। এবং ব্যবহারকারীদের কেউ খুঁজতে সুবিধা হয়। এটা প্রয়োজনে একটি বিষয়।
- এরপরে search discription যুক্ত করো। নিচেই স্কোর করলে সার্চ ডেসক্রিপশন এর অপশন পেয়ে যাবে। এখানে দু-তিন লাইন সার্চ ডেসক্রিপশন লিখে দাও। এ সার্চ ডেসক্রিপশন টি ভীষণই গুরুত্বপূর্ণ।
- এরপরে আপনি যদি সেটিং এ আলাদাভাবে মেটা রোবট ট্যাগ ( robot tags) সেটিং পরিবর্তন করে না থাকেন তাহলে নিচের রোবট ট্যাগ এ গিয়ে All, noopd সিলেক্ট করে নিন। বিস্তারিত জানতে নতুন একটি পোস্ট করা হবে।
- পোস্ট করার ক্ষেত্রে আপনাকে নিশ্চয়ই সঠিক তথ্য দিতে হবে। ভুল তথ্য সংবলিত পোস্ট আপনার ওয়েবসাইটকে আরো নিচে নামিয়ে দেবে
- পোস্ট করা হয়ে গেলে আপনার ওয়েবসাইট থেকে পোস্টটি পাবলিশ করুন।
- এরপরে পোস্ট এর লিঙ্কে গিয়ে আপনি আপনার ওয়েবসাইটটিকে প্রিভিউ করবেন। পুনরায় সমস্ত পোস্টটি পড়বেন এবং পর্যবেক্ষণ করবেন কোন ধরনের ভুল ত্রুটি হয়েছে কিনা। ভুলত্রুটি হলে সেগুলো পুনরায় সংশোধন করবেন এবং পুনরায় পাবলিশ করবেন।এজন্য শুধুমাত্র একবার পাবলিশ বাটনে ক্লিক করলেই পাবলিশ হয়ে যাবে।
#10 search console এ সাবমিট করাাঃ
#11 ওয়েবসাইটের মালিকানা কিছু তথ্য উপরে সংযুক্ত করতে হবেঃ
- About us
- Privacy policy
- Teams and conditions
- Disclaimer
- Contact us
- Site map
এই বিষয়গুলো আপনাকে তৈরি করতে হবে ওয়েবসাইট তৈরি করার পরপরই ভুলক্রমে আমি এগুলোকে ওয়েবসাইটের শেষে বর্ণনা করে ফেলেছি
#12 বেশ কিছু পোস্ট হয়ে যাওয়ার পর অ্যাডভান্স SEO করাঃ
বেশ কিছু পোস্ট করা হয়ে গেলে কিংবা আপনার ওয়েবসাইটি সুন্দর মত সাজানো এবং সমস্ত সেটিংগুলো হয়ে গেলে, আপনাকে এডভান্স এসইউ করতে হবে। এডভান্স এসইও করার জন্য আপনাকে বেশ কিছু পদক্ষেপ নিতে হবে। SEO বা search engine optimization এর জন্য আমি আলাদা অনেকগুলো পোস্ট পাবলিশ করব এই ওয়েবসাইটে। সেখানে আমি আপনাদেরকে বলব কিভাবে আপনি প্রফেশনাল ভাবে সার্চ ইঞ্জিনের জন্য অপটিমাইজেশন করতে পারেন। এবং আপনার ওয়েবসাইটের রেংকিং এ কি কি করা যেতে পারে সে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব।
যে সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব তা সংক্ষিপ্তভাবে কিছু বর্ণনা করা হলোঃ
- গুগল সার্চ কন্সেলে ওয়েবসাইট যুক্ত করা
- গুগল সার্চ কন্সেলে ওয়েবসাইটের সাইড ম্যাপ যুক্ত করা।
- ওয়েবসাইটে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য কাস্টম রোবট ডট টিএক্সটি তৈরি করা ও যুক্ত করা
- ওয়েবসাইটের জন্য সাইড ম্যাপ তৈরি করা
- Website এর পোস্ট কে সার্চ ইঞ্জিনে ইনডেক্স করা।
- Backlink তৈরি করা
- সোশ্যাল মিডিয়া য় ওয়েবসাইট টিকে শেয়ার করা
- বিভিন্ন সাইটে শেয়ার করার ও রেংকিং করার উপায়
- dofallow , nofallow কি এর এডভান্স ব্যবহার কিভাবে করা যায় তার উপায় শেখাবো।
- রোবট মেটা ট্যাগ কি এবং কিভাবে এগুলো ব্যবহার করা যায় সেগুলো শেখাবো।
#13 উপার্জন করাঃ
- সর্বপ্রথম কাজ একটি অ্যাডসেন্স একাউন্ট তৈরি করা
- মনিটাইজেশনের আগে কিছু নিয়মকানুন , শর্ত ও সতর্কতা মেনে চলা।
- এক্সেস এ মনিটাইজেশন করার জন্য আবেদন করা।
- কি কি উপায়ে মনিটাইজেশন খুব দ্রুত হয় সেসব বিষয়ে প্রফেশনাল কিছু কিছু উপায় শেখানো
- এডসেন্স মনিটাইজেশন হয়ে গেলে বা আবেদন মঞ্জুর হলে পরবর্তীতে ওয়েবসাইটে বিজ্ঞাপন লাগানো।
- বিজ্ঞাপন গুলো ক্লিকের উপযোগী করার বিশেষ কিছু টিপস ট্রিক্স এবং প্রফেশনাল পদ্ধতি শেখাবো
- অটো অ্যাড সম্বন্ধে আলোচনা করব
- পরবর্তী সতর্কতা সম্বন্ধে আলোচনা করব
- অর্থ উপার্জিত হলে উপার্জিত অর্থকে ব্যাংক একাউন্টের মাধ্যমে ট্রান্সফার করার পদ্ধতি শেখাবো।
- এডসেন্সের মাধ্যমে একাউন্ট ভেরিফাই এবং এড্রেস ভেরিফাই করার পদ্ধতি শেখাবো।
- এডসেন্স থেকে টাকা নেওয়ার পদ্ধতি শেখাবো।