লালন শাহ এর বাউল গান সমগ্র বই প্রাচীন গানের সংগ্রহ

লালন শাহ এর প্রাচীন বাউল গান সম্পর্কিত বই...
3 min read



 

লালন শাঁ

লালন শাহ আমাদের কাছে অতি পরিচিত একটি পরিচিতি। লালন শাকে চেনে না এমন ব্যক্তি খুঁজে পাওয়া হয়তো যাবে না। তিনি আমাদের সকলের মনে  জায়গা দখল করে নিয়েছে। তার গান তার কাজ এ সকল কিছু মানুষ মনে রেখেছে। তাই সে আজ মরে গিয়েও জীবিত। তার কৃতকর্মের জন্য।।।
একতারা হাতে বাউল গান গাইতে সেই লালন শা কে সবাই চেনে। সুতরাং আজ সেই লালন শাহ এর বাউল গান সম্পর্কিত একটি পুস্তক নিয়ে এসেছি। পুস্তকটি মূলত সংগীত বা গান সম্পর্কিত পুস্তক। এর ভিতরে কিছু অসংখ্য বাউল গান দেয়া আছে। আশা করি সংগীত প্রিয় পাঠকদের বিশেষ প্রয়োজনে আসবে। পুস্তকটি থেকে আপনি গানগুলো পড়তে পারবেন এবং শিখতে পারবেন। এখানে লালন শাহ এর অনেক গুলো বাউল গান দেয়া আছে।
আশা করি আপনাদের সকলের কাছে বইটি সমাদৃত হবে।


  • বইটির নামঃ লালন শাহ সমগ্র।
  • বইটি বাউল গান সম্পর্কিত।

বইটি কিভাবে ডাউনলোড করবেন ?

  • বইটিকে ডাউনলোড করার জন্য সর্বপ্রথম আপনাকে ডাউনলোড করার জন্য নিচে  বাটনটিতে ক্লিক করতে হবে।
  • আপনি দ্বিতীয় আর একটি উইন্ডোতে পৌঁছে যাবেন।
  • সেখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করে আপনার ১০ সেকেন্ড অপেক্ষা করতে হবে। ১০ সেকেন্ডের মধ্যে লিঙ্ক প্রস্তুত হয়ে যাবে।
  • লিংক তৈরি হয়ে যাওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে আপনার ফোনে ফাইলটি ডাউনলোড হয়ে যাবে।
  • যদি ডাউনলোড করতে কোন সমস্যা হয় তাহলে ম্যানুয়াল বাটন এ ক্লিক করে আপনি ম্যানুয়ালি ডাউনলোড করতে পারবেন।
  • আপনি যদি বইটি ডাউনলোড না করে পড়তে চান তাহলে উপরে থাকা বাটনটিতে ক্লিক করুন।
  • দ্বিতীয় আরেকটি উইন্ডোতে চলে আসবে।
  • দ্বিতীয় উইন্ডোতে হতে চলে আসার পর আপনি উপরে থাকা রেফ্রেস বাটনে ক্লিক করে একবার রিফ্রেস করুন তাহলে বইটি আপনি অনলাইনে পড়তে পারবেন।
  • এভাবে আপনি খুব সহজেই ডাউনলোড করতে পারবেন।






পাঠকরা আরও যা পড়েঃ

Ways to get good results in exams Tips and Tricks Bangla - 2022


পাঠকরা আরও যা পড়েঃ

গল্পের-বই

Hi, I'm the owner of this site. I share different types of learning books, files, blogs, tutorials and much more on this website.

একটি মন্তব্য পোস্ট করুন

Let me know how can I help you?