2D Animations কী ?

Details information about 2D animation cartoon movie using phone...
2D Animations কী ?


হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই ? আশা করি ভালই আছেন। আজকের এই পোস্টে আমি আপনাদের সাথে আলোচনা করব দ্বিমাত্রিক অ্যানিমেশন ( 2D Animation ) সম্পর্কে। 
এই পোস্টে আমি দ্বিমাত্রিক এনিমেশন সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু কথা এবং ধারণা দেব। এবং আমি আপনাদেরকে বলব কিভাবে আপনি মোবাইল ফোনের মাধ্যমে দ্বিমাত্রিক এনিমেশন কার্টুন মুভি তৈরি করতে পারবেন। এর জন্য আপনাকে শুধুমাত্র একটি স্মার্টফোন থাকলেই হবে।
বর্তমান বিশ্বে প্রযুক্তির উন্নয়নের ফলে, নতুন অনেক কিছু আবিষ্কার হচ্ছে । আর দিন দিন প্রযুক্তির উন্নয়নের ফলে আজ এমন একটি জায়গায় এসে পৌঁছেছে যে ,মোবাইল ফোনের মাধ্যমে আপনি কথা বলা ছাড়াও আরো অনেক কাজ করতে পারবেন। আজকে মোবাইল ফোন এবং কম্পিউটারের মধ্যে তেমন একটা পার্থক্য দেখা যায় না। যা বিগত কিছু বছর আগেও মানুষ চিন্তা করতে পারত না। আজ প্রযুক্তি ফলে মানুষের সকল কাজগুলো যেমন সহজ হয়েছে ,তেমনি পৃথিবীও আজ হাতের মুঠোয়। 
অতীতে কম্পিউটারের মাধ্যমে দ্বিমাত্রিক এনিমেশন করা হতো। তখন ত্রিমাত্রিক এনিমেশনের ব্যবস্থা ছিল না। তখন বিভিন্নভাবে অনেক সময় নিয়ে দ্বিমাত্রিক এনিমেশন তৈরি করা হতো। এভাবেই কার্টুন তৈরি করা হতো। সেই কার্টুন তৈরি করা ছিল অনেক সময় সাপেক্ষ এবং কষ্টসাধ্য বিষয়। বর্তমানে প্রযুক্তির উন্নয়নের ফলে সেই সময় এবং কষ্ট অনেক লাগোপ পেয়েছে। এখন মোবাইল ফোনের মাধ্যমে আমরা দ্বিমাত্রিক এনিমেশন তৈরি করতে পারি। হুবহু কম্পিউটারের মতোই। এবং এই এনিমেশন করার কাজটি আরো সহজ করে দিয়েছে কপি-পেস্ট এর বিষয়টি। আমরা এখন খুব সহজেই, খুব কম সময়ে সহজতর উপায় ব্যবহার করে দ্বিমাত্রিক ও ত্রিমাত্রিক এনিমেশন তৈরি করতে পারি।

2D Animation কী ? 

২ডি এনিমেশন সম্পর্কে বোঝার আগে আমাদেরকে দুটি বিষয় বুঝতে হবে।
2D টুডি শব্দের অর্থ হলো দ্বিমাত্রিক। এবং এনিমেশন হল অনেকগুলো স্থির চিত্রকে একত্রিত করে চলমান ছবি তৈরির প্রক্রিয়া। যেখানে ছবিটি দেখতে বাস্তব অথবা চলমান বোঝায়। উইকিপিডিয়া থেকে  এনিমেশন সম্পর্কে বিস্তারিত জানতে পারেন।
Flipaclip animation

বেশ কিছু ছবি পর পর সাজিয়ে বেশ কয়েকটি ফ্রেম তৈরি করা হলো।
Flipaclip animation
ফ্রেমগুলোকেে যদি একসাথে দেখা হয় তাহলেে এভাবে  

দেখা যাবে।



Flipaclip animation

এনিমেশন করা হলে যেভাবে দেখা যাবে আপনি উপরের চিত্রে সেটি দেখতে পাচ্ছেন। উপরের চিত্রটি হল এনিমেশন করা একটি ছবি বা চলচ্চিত্র।


2D Animation কিভাবে করা যায়ঃ

এনিমেশন বিষয়টি হলো অনেকগুলো স্থির ছবি বা চিত্র পর্যায়ক্রমে একত্রিত করে সেটিকে একটি চলমান ছবিতে রূপান্তরিত করা। এটি করার জন্য অনেকগুলো চিত্রকে একসাথে একের পর এক চালাতে হয়। যেমন প্রতি সেকেন্ডে ২৫ বার স্থির ছবি চালালে একটি চলমান ভিডিও তৈরি হয়। এক্ষেত্রে প্রতি সেকেন্ডে ১২ বার স্থির ছবিকে পর্যায়ক্রমে পরিবর্তন করতে থাকলে একটি চলমান ছবি তৈরি হয়। এভাবে অনেকগুলো ছবিকে একত্রিত করে তার মাধ্যমে ভিডিও তৈরি করা হয়। এক্ষেত্রে প্রত্যেকটি স্থির ছবিকে একটি ফ্রেম বলা হয়। প্রতি সেকেন্ডে যত বেশি ফ্রেম দেওয়া হবে আপনার ভিডিও ততটা স্মুথ এবং বাস্তবিক মনে হবে।

2D Animation করতে কী কী শিখতে হয়ঃ

দ্বিমাত্রিক এনিমেশনের ক্ষেত্রে শুধুমাত্র আঁকতে জানলেই হয়। আপনি যদি অঙ্কন করতে ভালো পারেন। তাহলে কাজটি আপনার জন্য অনেক সহজ হবে। তাছাড়া আপনি বিভিন্ন উপায়ে অঙ্কনের কাজটি করতে পারেন। ছবি আঁকা খুব গুরুত্বপূর্ণ বিষয় দ্বিমাত্রিক এনিমেশনের ক্ষেত্রে। কারণ আপনাকে ফ্রেম অনুযায়ী একের পর এক ছবি আঁকতে হবে। যদিও কপি পেস্ট এর  মাধ্যমে আপনার কাজটি আরো সহজ হয়ে যাবে। তবে ছবি আঁকা খুব গুরুত্বপূর্ণ বিষয়।

2D Animation করতে কি কি লাগবেঃ


দ্বিমাত্রিক এনিমেশন তৈরির ক্ষেত্রে আপনার সর্বপ্রথম যে বিষয়টি লাগবে সেটি হল  একটি কম্পিউটার, ট্যাব, ল্যাপটপ, স্মার্টফোন এর মধ্যে যেকোনো একটি থাকলেই হবে। এরপর আপনার কাছে যদি একটি Sonarpen আপনার কাজকে আরও সহজ করে দেবে। তবে এটি যদি আপনার না থেকে থাকে তাহলে আপনি এটি কিনতে পারেন। তবে যদি আপনার সমর্থ্য না থাকে এটি কেনার জন্য তাহলে চিন্তার কোন কারণ নেই আপনি আপনার ফোনের টা স্ক্রিন ব্যবহার করেই অথবা কম্পিউটারে মাউস ব্যবহার করে আপনি কাজটি করতে পারবেন।
প্রথম বারে কাজ করতেই হবে আপনাকে অনেকগুলো সমস্যার সম্মুখীন হতে হবে যেমন খাতায় কোন জিনিস অঙ্কন করা এবং ল্যাপটপ কিংবা মোবাইল ফোনে অংকন করা একটু ভিন্ন। সুতরাং এই নতুন মাধ্যমে চিত্র অঙ্কন করা শিখতে গেলে আপনাকে একটু সময় দিতে হবে।

2D Animation করতে কম্পিউটার এবং মোবাইল ফোনের মধ্যে পার্থক্যঃ
দ্বিমাত্রিক এনিমেশনের ক্ষেত্রে কম্পিউটার এবং মোবাইল ফোনের মধ্যে পার্থক্য নেই বলেই চলে। আপনি কম্পিউটারের ক্ষেত্রে যে ধরনের সফটওয়্যার ব্যবহার করে 2d অ্যানিমেশন করবেন, সেখানে যে সমস্ত ফিউচারগুলো আপনি দেখতে পাবেন সেই সমস্ত ফিচারগুলো আপনি মোবাইল ফোনের অ্যাপ্লিকেশনের ভেতরেও দেখতে পাবেন। এজন্য মোবাইল ফোন এবং কম্পিউটারের মধ্যে তেমন কোন পার্থক্য নেই বললেই চলে। তবে কম্পিউটারে স্ক্রিন থেকে মোবাইল স্ক্রিন তুলনামূলক ছোট এজন্য ছবি অংকনের ক্ষেত্রে সামান্য কিছু সমস্যার সম্মুখীন হতে পারে তবে আপনি যদি সোনারপেন ব্যবহার করেন তাহলে খুব সহজেই মোবাইল ফোন দিও কম্পিউটারের মতোই কাজ করতে পারবেন।

2D Animation এর জন্য কোন অ্যাপ ব্যবহার করতে হবেঃ


এরপর একটি প্রশ্ন হল মোবাইল ফোনের মাধ্যমে দ্বিমাত্রিক এনিমেশন করতে হলে কোন অ্যাপটি ব্যবহার করতে হবে ।অথবা কোন অ্যাপটি ব্যবহার করলে ভালো হবে। আমি আপনাকে একটি অ্যাপ্লিকেশন এর নাম বলব এপ্লিকেশনটি হচ্ছে  Flipaclip এই অ্যাপ্লিকেশনটি আপনি প্লে স্টোরে ফ্রিতে পেয়ে যাবেন। এই নামটা লিখে সার্চ করলেই আপনি এই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। তারপরও এপ্লিকেশনের লিঙ্ক আমি নিচে দিয়ে দিচ্ছি।
Flipaclip Logo


Flipaclip

এই একটি ব্যবহার করে আপনি খুব সহজেই দ্বিমাত্রিক এনিমেশন করতে পারবেন । 



Flipaclip সম্পর্কেঃ

  • একটি মাধ্যমে খুব সহজে ই কোন ধরনের অভিজ্ঞতা ছাড়াই আপনি ব্যবহার করতে পারবেন।
  • একটি ব্যবহার করে বিভিন্ন ধরনের কলম পেন্সিল এবং ব্রাশ এর ব্যবহার করতে পারবে।
  • এফবিতে এড়িয়ে সিলেকশনের মাধ্যমে কপি পেস্ট করার সুবিধা আছে।
  • অ্যাপটির মাধ্যমে খুব সহজেই একটার উপরে আরেকটা লেয়ার ব্যবহার করে ছবি আঁকা যায়।
  • এফটিতে তিন ধরনের এক্সপোর্ট সুবিধা আছে
    • ভিডিও ফরমেট,
    • Gif ফরমেট,
    • image sequence ফরমেট।
আপনি যদি দ্বিমাত্রিক এনিমেশন সম্পর্কে বিস্তারিত তথ্য ও টিউটোরিয়াল চান তাহলে আমাকেেে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। তাহলে আমি এর এডভান্স টিউটোরিয়াল গুলো প্রকাশ করব। 
এই অ্যাপ্লিকেশন টিকে আমি বেস্ট বলবো না । আমি অ্যাপ্লিকেশনটি ব্যবহার করি এবং আমি যতগুলো অ্যাপ্লিকেশন ব্যবহার করেছি টুডি এনিমেশনের ক্ষেত্রে তাদের মধ্যে এই অ্যাপ্লিকেশনটি আমার কাছে ভালো মনে হয়েছে। এর জন্যই আমি অ্যাপ্লিকেশনটি আপনাদের রিকমেন্ট করছি। তবে এর থেকে কোন ভাল অ্যাপ্লিকেশন যদি আপনি খুঁজে পান তাহলে নিশ্চয়ই কমেন্টে জানাবেন। 
ধন্যবাদ সবাইকে।

Hi, I'm the owner of this site. I share different types of learning books, files, blogs, tutorials and much more on this website.

একটি মন্তব্য পোস্ট করুন

Let me know how can I help you?