Blogging Beginner To Professional Tutorial And Guideline#Theme Customization 2022

Learn the details of Blogger Theme Advanced Customization in the new way of 2022 very easily ...

 

Blogger Template customization

হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই ? আশা করি ভালই আছেন। সবাইকে স্বাগতম ""আমার জ্ঞান"' ওয়েবসাইটে। blogging কোর্স এর দ্বিতীয় পোস্টে সবাইকে স্বাগতম। প্রথম প্রশ্নের পর দ্বিতীয় আরেকটি পোস্ট আপনাদের জন্য নিয়ে আসলাম।

Blogging Beginner To Professional Tutorial And Guideline#Theme Customization 2022

ওয়েবসাইট তৈরি করার পর যে কাজটি আপনাকে করতে হবে সেটি হল ব্লগার থিম কাস্টমাইজেশন। এই পোস্টে আমি ব্লগার থিম কাস্টমাইজেশন সম্বন্ধে টিউটোরিয়াল নিয়ে এসেছি।ব্লগার থিম কাস্টমাইজেশন সম্পর্কে আপনি বিস্তারিত জানতে পারবেন এই পোষ্টের মাধ্যমে। নিচে ব্লকার থিম কাস্টমাইজেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

#1 থিম কী ? /What is the theme?

এখানে আমি আলোচনা করব থিম কি এবং থিমের ব্যবহার কেন করবেন। থিম হল আপনার ওয়েবসাইটের ডিজাইন বা ইউজার ইন্টারফেস আপনি আপনার ওয়েবসাইটের সকল ডিজাইন বা স্টাইল নির্ধারণ করতে পারেন। তিনি হল আপনার ওয়েবসাইটের মূল স্ক্রিপ্ট বা প্রোগ্রাম।আপনার ওয়েবসাইটটি কিভাবে চলবে বা কী  এরকম দেখাবে তা নির্ধারণ করে। আপনার ওয়েবসাইটটি কতটা সুন্দর হবে কিংবা ব্যবহার করে এটাকে কতটা পছন্দ করবে সেটা থীমের উপর নির্ভর করে। এই থিম ই হলো গিয়ে আপনার ওয়েবসাইটের মূল কোডিং বা প্রধান কোডিং।

#2 থিম এর প্রয়োজনীয়তাঃ/ Why need a theme?

এখানে আমি আলোচনা করব থিম এর প্রয়োজনীয়তা কি অথবা থিম কেন প্রয়োজন হয়। আপনি যখন স্মার্ট ফোন চালান তখন নিশ্চয়ই আপনি থিম সম্পর্কে জানবেন যে স্মার্টফোনের থিম কি রকম হয় অথবা সেটা কি কি কাজ করে। আপনি চাইলেই ভিন্ন ভিন্ন থিম আপনার ফোনে ইন্সটল করতে পারেন। এবং প্রত্যেকটা থিম ভিন্ন ভিন্ন হয়ে থাকে। ঠিক তেমনি ওয়েবসাইটেরও থিম আছে। একটি ওয়েবসাইট তৈরি করতে যেসব কোডিং এর প্রয়োজন হয় তার সমন্বয়ে একটি থিম তৈরি করা হয়। সেই থিমটি আপনার ওয়েবসাইটের সকল পোস্টকে সুন্দরভাবে সাজিয়ে একটি জায়গায় রাখে। এবং আপনার ওয়েবসাইটের একটি নির্দিষ্ট স্টাইল নির্ধারণ করে। আপনি কোন থিম ব্যবহার না করলে ব্লকের ওয়েবসাইট তৈরি করতে পারবেন না। আপনার কোন ওয়েবসাইটই থাকবে না। ওয়েবসাইটে ব্লগার কর্তৃক বেশ কিছু থিম ফ্রিতে দেওয়া হয়। এবং একটি থিম ডিফল্টে সেট করা থাকে। যার মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটটিকে একটি স্টাইলে দেখতে পান।

#3 থিম কিভাবে তৈরি করা হয় ? / How is the theme created?

আপনাদের মনে হয়তো প্রশ্ন থাকতেই পারে যে, থিম কিভাবে তৈরি করা হয়। থিম তৈরি করার জন্য কি কি প্রয়োজন হয়। কি কি শিখতে হয়। থিম তৈরি করার জন্য চারটি ভাষা শিখতে হয়। যথাঃ
  • HTML
  • CSS
  • JavaScript
  • XML
এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা কম্পিউটারের ভাষাগুলো আপনাকে শিখতে হবে। যদি আপনি থিম তৈরি করতে চান। ব্লগারের জন্য আপনাকে থিম তৈরি  শিখতে হবে না।

#4 থিমের ধরন/Theme type 

থিম বিভিন্ন ধরনের হয়ে থাকে। যার সংখ্যাও অসংখ্য। একজন প্রোগ্রামারের ইচ্ছা বুদ্ধি ও মেধা মননের ওপর নির্ভর করে একটি থিমের ধরন। এজন্য প্রত্যেকটি প্রোগ্রামারের থিম আলাদা আলাদা ধরনের হতে পারে।
তবে মূল্যের উপর ভিত্তি করে থিম সাধারণত দুই প্রকারের। যেমনঃ
  • Free theme (যা বিনামূল্যে পাওয়া যায়)
  • Premium theme (যা টাকা দিয়ে কিনতে হয়)
এই দু ধরনের টিমের অসংখ্য কালেকশন ও অসংখ্য বারসন এই পুরো ইন্টারনেটের দুনিয়ায় সরিয়ে সিটে আছে। আপনি চাইলে যে কোন স্থান থেকে ফ্রি এবং প্রিমিয়াম টিম ডাউনলোড করে আপনার ব্লগার ওয়েবসাইটেে ব্যবহা করতে পারেন। আমি আপনাদেরকে বেশ কয়েকটি সুপরি ওয়েবসাইটের লিংক নিচে দিয়ে  দেব।

#5 কোন থিম ভালো/ Which theme is better ?

আপনার যদি সমস্যা থাকে তাহলে নিশ্চয়ই প্রিমিয়াম কিনে নেবেন। কারণ প্রিমিয়াম থিমের সব ধরনের সুযোগ সুবিধা গুলো দেওয়া থাকে। তবে আপনার যদি সমর্থ না থাকে তাহলে আপনি ফ্রি থিমও ব্যবহার করতে পারেন। তবে ফ্রি থেমে কিছু লিমিটেশন্স দেওয়া থাকে। সুতরাং ফ্রি থিমে আপনাকে যে সমস্ত বিষয়গুলোকে দেখতে হবে।
  • Responsive theme
  • SEO optimized
  • Ads support
এই তিনটি বিষয় থাকা খুবই প্রয়োজনীয়। সাধারণত সকল ধরনের Premium theme এর Free Version এ এই সবগুলোই সুবিধা থাকে। সুতরাং আপনি চাইলেও ফ্রী টেমপ্লেট ব্যবহার করতে পারেন।

#6 থিম ডাউনলোড / Theme Download

এখন প্রশ্ন হল থিম কোথা থেকে ডাউনলোড করা যাবে কিংবা কোথা থেকে থিম ডাউনলোড করলে ভালো হবে।
বেশ পরিচিত কয়েকটি ওয়েবসাইট এর লিংক এড্রেস আমি আপনাদেরকে দিচ্ছি।
  1. Blogger Template - Etsy 
  2. Gooyaabitemplates

এই দুটি ওয়েবসাইট খুবই জনপ্রিয়।
Blogger Template - Etsy - এই ওয়েবসাইটিতে আপনি সকল প্রিমিয়াম এবং প্রফেশনাল থিম কিনতে পারবেন। এখানে থিমের মূল্য অনেক বেশি। এই ওয়েবসাইটে আপনি সকল ধরনের প্রিমিয়াম ট্যাবলেট খুঁজে পাবেন। যা অসাধারণ।।।
Gooyaabitemplates- এই ওয়েবসাইটি আমার বেশ প্রিয়। কারনঃ 
  • Free  and premium template
  • Easy Download
  • Easy Preview
  • No sign-in/ login requirements
এইসব কারণে এই ওয়েবসাইটটি ব্যবহার করা খুবই সহজ। এখানে প্রত্যেকটি থিমের প্রিমিয়াম ও ফ্রি ভার্শন পাওয়া যায়। তাছাড়াও আপনি এই ওয়েবসাইট থেকে যেকোনো টেমপ্লেট বা থিম খুব সহজেই জিফ  আকারে ডাউনলোড করতে পারবেন।

#7 টেমপ্লেট ইন্সটল করা/ Install the theme

ডাউনলোড করা ফাইলটি জিপ .zip আকারে থাকবে । সুতরাং ফাইল ম্যানেজার এ গিয়ে ফাইলটিকে ক্লিক করলে স্ট্র্যাক্ট অথবা আনজিপ (unzip) লেখা একটি বাটন আসবে। বাটনটিতে ক্লিক করলেই নতুন একটি ফোল্ডার তৈরি হবে ফোল্ডারটির নাম হবে ডাউনলোড করার ফাইল এর নাম অনুসারে। ফাইলটির ভিতরে গেলেই দেখতে পারবেন .xml দেওয়া একটি ফাইল। সেই ফাইলটি আপনার থিম ফাইল। এই ফাইলটি প্রয়োজন হবে আপনার ব্লগার ওয়েবসাইটের জন্য।

এখন আপনি আপনার ওয়েবসাইটের থিম অপশনে যান। থিম অপশনে যাওয়ার পর এরকম একটি দৃশ্য দেখতে পাবেন।
Blogger Template customization

এখানে থাকা বাটনটির পাশে ত্রিভুজ আকারের চিহ্নটিতে ক্লিক করুন। ক্লিক করার পর আপনি চারটি অপশন দেখতে পাবেন।
  • Backup -আপনার থিমটি ব্যাকআপ করার জন্য এই অপশনে ক্লিক করে ডাউনলোড করলেই আপনার থিমটি আপনার মোবাইল ফোন ডাউনলোড হয়ে যাবে।
  • Restore - নতুন থিম ইন্সটল করার জন্য রিস্টোর বাটনে ক্লিক করে আপনার ফাইলটি সিলেক্ট করলে নতুন থিমটি রিস্টোর বা ইনস্টল হবে।
  • Classic theme- এই অপশনে ক্লিক করলে নতুন একটি উইন্ডো আসবে সেখানে সুইস বাটনে ক্লিক করলে আপনার থিমটি ডিলিট হয়ে একটি ক্লাসিক থিম চলে আসবে।
  • Edit Html- ওয়েবসাইট কে কোডিং এর এর মাধ্যমে কাস্টমাইজেশন করতে চাইলে এই অপশনটি ব্যবহার হয়। এই অপশনটি ব্যবহার করে থিমের মধ্যে সকল ধরনের কোডিং এর পরিবর্তন করা যায়। যাদের কোডিং সম্বন্ধে অভিজ্ঞতা আছে কিংবা জ্ঞান আছে তারা এই অপশনটি  ব্যবহার করে। অথবা কোন ধরনের কোডিং এর পরিবর্তন আনতে হলে এই অপশনটির ব্যবহার করা হয়।
নিচে এর চিত্রটি দেওয়া হল
Blogger Template customization2


থিম কাস্টমাইজেশন এর জন্য এবং ইন্সটলের জন্য রিস্টোর বাটনে গিয়ে ক্লিক করুন। রিস্টোর বাটনে নতুন একটি উইন্ডো আসবে। সেখানে আপলোড বাটনে ক্লিক করে এক্স এম এল ফাইল টি আপলোড করতে হবে।  যতক্ষন পর্যন্ত আপলোড না হয় ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে।
আপলোড করা হয়ে গেলে আপনার কাজ শেষ।

#8 ওয়েবসাইট পর্যবেক্ষণঃ

এরপরে আপনাকে ওয়েবসাইটের লিংক দিয়ে ব্রাউজ করতে হবে। এবং ঠিকমতো install হয়েছে কিনা তা নিশ্চিত করতে হবে।
এরপর আপনি কি কি পরিবর্তন করতে চান তা নিশ্চিত করুন।
এরপরে layout এ গিয়ে আপনার কাংখিত তথ্য পরিবর্তন করুন।
এরপরে আস্তে আস্তে আপনার ওয়েবসাইটের সকল বিষয়ের উন্নয়ন করুন। সে সব টপিক এই ওয়েবসাইটিতে পোস্ট দেওয়া হয়েছে ও কিছু কিছু পোস্ট সামনে দেওয়া হবে।
 

⭐⭐পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ ⭐⭐

পাঠকরা আরও যা পড়েঃ

সকল ব্লগ টিউটোরিয়াল

Hi, I'm the owner of this site. I share different types of learning books, files, blogs, tutorials and much more on this website.

একটি মন্তব্য পোস্ট করুন

Let me know how can I help you?