Backlink কি ? Backlink এর ব্যবহার

Backlink কি ? Backlink এর ব্যবহার সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা...

 

Backlink

হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন। আজকের এই পোস্টটি হবে ব্যাক লিঙ্ক নিয়ে। আশা করি এই পোষ্টের মাধ্যমে ব্যাকলিংক সম্পর্কে বিস্তারিত তথ্য আপনি জানতে পারবেন।  Backlink ওয়েবসাইটের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় । সুতরাং আপনি যদি একজন ব্লগার হয়ে থাকেন অথবা কোন ওয়েবসাইট ডেভলপার হওয়ার কথা চিন্তা ভাবনা করেন তাহলে ব্যাকলিংক সম্বন্ধে জানা আপনার জন্য খুবই জরুরী। এই পোস্টটির মাধ্যমে আমি আপনাকে সম্পূর্ণ  একটি ধারণা দেওয়ার চেষ্টা করব।

Backlink কিঃ

সবার প্রথমে আপনার হয়তো প্রশ্ন জাগবে যে ব্যাকলিংক আসলে কি ?? এমন একটি লিংক যা আপনার ওয়েবসাইট কে Rank করাতে সাহায্য করে । মনে করুন আপনি একটি গাছে উঠতে চান। কিন্তু গাছটি অনেক লম্বা। এজন্য আপনি একজন কে বললেন আপনাকে ঠেলে তুলে দিতে। সে আপনাকে ঠেলে তুলে দিল। অথবা গাছে উড়তে সাহায্য করল। এরপরে আপনি গাছে উড়তে পারলেন। এক্ষেত্রে নিশ্চয়ই আপনার থেকে বড় কোন ব্যক্তি অথবা শক্তিশালী কোন ব্যক্তি আপনাকে সাহায্য করতে পারবেন। কিন্তু আপনি যদি কোন ছোট বাচ্চাকে বলেন উপরে ঠেলে উঠিয়ে দিতে কিন্তু তার থেকে যদি আপনি বড় হন। তাহলে আপনার ওজন ওই বাচ্চাটির ক্ষমতার থেকে কম হবে সুতরাং সে আপনাকে উপরে তুলে দিতে পারবে না ।

Backlink এর বিষয়টিও ঠিক একই রকম । যখন আপনার ওয়েবসাইট কে আপনি ranking করাতে চান। তখন অন্য একটি ওয়েবসাইট আপনাকে উপরে ঠেলে তুলে দেয়। এবং সেই ওয়েবসাইটটিকে নিশ্চয়ই আপনার ওয়েবসাইটের থেকে বেশি মানসম্মত (Backlink) হতে হবে।

Backlink কিভাবে কাজ করেঃ

Backlink কি ? ব্যাকলিঙ্ক এর ব্যবহার


Backlink হল আপনার ওয়েবসাইটেরই একটা লিংক যা অন্য একটি ভালোলো র‍্যাংকিং এ থাকা ওয়েবসাইটের সাথে যুক্ত করা থাকে । মনে করুন আপনার ওয়েবসাইটটি লিংক অথবা কোন পোস্টের লিংক আপনি আপনার থেকে কোনো ভালো রেংকিং এ থাকা ওয়েবসাইট এর পোস্টে দেওয়া হল। এর মানে ভালো Backlink এ থাকা ওই ওয়েবসাইটটি আপনার ওয়েবসাইট টিকে সাজেস্ট করছে। আপনার ওয়েবসাইটটিকে সাপোর্ট করছে। তখন গুগল সার্চ ইঞ্জিন মনে করে আপনার ওয়েবসাইটের কনটেন্ট গুলো গুরুত্বপূর্ণ সুতরাং আপনার ওয়েবসাইটটি google এর নজরে ভালো মনে হয় বলে গুগল আপনার ওয়েবসাইটটিকে সবার সামনে নিয়ে আসে এবং আপনার ওয়েবসাইটের Backlink বাড়তে থাকে।

যখন কোন একটি ভালো ওয়েবসাইট আপনার ওয়েবসাইট থেকে সাজেস্ট করে তখন সেখান থেকে আপনার অনেক ট্রাফিক আপনার ওয়েবসাইটে আসে, সেখান থেকেও আপনার ওয়েবসাইট আস্তে আস্তে উপরে উঠে থাকে।

অতীতে এই ব্যাক লিংক অনেক সহজ ছিল।যে কেউ যেখান থেকে খুশি সেখান থেকেই ব্যাকলিংক তৈরি করে তার ওয়েবসাইটের রেংকিং করাতে পারতো। কিন্তু সে সেই সমস্যা সমাধান করেছে গুগল। সুতরাং এখন চাইলেই আপনি খুব সহজেই ব্যাংকের মাধ্যমে আপনি যেখান থেকে খুশি সেখান থেকেই রেংকিং করাতে পারবেন না। এজন্য আপনাকে কিছু টিপস এবং ট্রিক্স মেনে চলতে হবে।

Backlink এর প্রকারভেদঃ

ব্যাক লিংক ওয়েবসাইট এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । সাধারণত ব্যাকলিংক দুই প্রকার । যেমনঃ

  • No follow Backlink
  • Do follow Backlink

এই দুই ধরনের ব্যাক লিংক সাধারণত দেখা যায়। এ দুটির মধ্যে একটি google ফলো করে এবং অন্যটি ফলো করে না।

No follow Backlink 

নফল ব্যাক লিংক হল কোন ওয়েবসাইট আপনার ওয়েবসাইট কে তার ওয়েবসাইটের পোস্টের লিঙ্ক করালো। কিন্তু google বট কে বলে দিল যে এই লিঙ্কটা যেন তারা ফলো না করে । সুতরাং গুগল বোর্ড এটাকে ফলো করবে না। মানে google বট যখন সেই ওয়েবসাইটটিকে ক্রল করবে তখন আপনার ওয়েবসাইটের এই লিঙ্কে গিয়ে আপনার ওয়েবসাইট ও ক্রল করবে না। 

এরপরও এর বিশেষ গুরুত্ব আছে। কারণ আপনি এই ওয়েবসাইট থেকে প্রচুর পরিমাণে ট্রাফিক আসবে। 


আপনার ওয়েবসাইটের প্রতিদিন ইউজার আসতে থাকবে । সুতরাং ভাবেও আপনার পেইজের রেংকিং হবে। তবে Do follow Backlink এ এর থেকেও বেশি সুবিধা আছে।

No follow Backlink চেনার উপায়ঃ

Link এর সাথে এঙ্করট্যাগ এর সাথে rel="nofollow" থাকে।



Do follow Backlink

No follow Backlink আপনার ওয়েবসাইট থেকে ফলো করা হবে না ঠিকই কিন্তু Do follow Backlink আপনার ওয়েবসাইট টিকে ফলো করা হবে। আপনি যদি আপনার ওয়েবসাইটের জন্য Do follow Backlink তৈরি করতে সক্ষম হন, তাহলে আপনার ওয়েবসাইটটি আরো দ্রুত রেংকিং হবে । কারণ যখন কোন বড় ওয়েবসাইট আপনার ছোট ওয়েবসাইটকে সাপোর্ট করবে তখন আপনার ওয়েবসাইটটি আরও দ্রুত Rank হবে যখন সে ওয়েবসাইটটিতে গুগল সার্চ ইঞ্জিন ক্রোলার আসবে, তখন আপনার ওয়েবসাইটটির যে লিংকটি দেওয়া আছে তার পোস্টে গুগল সার্চ ইঞ্জিন যখন indexing করার জন্য আসবে তখন আপনার ওয়েবসাইটের লিংকটিতে গিয়ে আপনার ওয়েবসাইটও indexing করে আসবে এভাবেই আপনার ওয়েবসাইটটি রেংক হবে গুগল ভাববে যখন কোন বড় ওয়েবসাইট একটি ছোট ওয়েবসাইটকে সাপোর্ট করে তখন ওই ছোট ওয়েবসাইটের মধ্যে কোনো না কোনো বিশেষ কন্টেন্ট বা বিশেষ কিছু নিশ্চয়ই আছে গুগল রোবট এটা ভেবে আপনার ওয়েবসাইটকে খুব দ্রুত রেংক করায় এবং সার্চ রেজাল্টের সবার প্রথমে আপনার ওয়েবসাইটি দেখা যায়।


Do follow Backlink চেনার উপায়ঃ

Link এর সাথে এঙ্করট্যাগ এর সাথে rel="dofollow" থাকে।




কিভাবে ব্যাক লিঙ্ক পাবেনঃ

কোন ওয়েবসাইটে সহজে আপনাকে ব্যাকলিংক দিতে রাজি হবে না। কোন কোন ওয়েবসাইট থেকে আপনি ব্যাকলিংক পেয়েও যেতে পারেন। তবে সেগুলোর মধ্যে বেশিরভাগই No follow Backlink হবে। যেগুলো গুগল সার্চ ইঞ্জিন ফলো করবে না। তাছাড়া আপনি ব্যাকলিংক কিনতেও পারবেন। আপনাকে মনে রাখতে হবে অনেকগুলো ব্যাকলিংক পাওয়া একমাত্র লক্ষ্য নয়। এতে আপনার কোন উপকারে আসবে না। আপনি কতগুলো ব্যাকলিংক তৈরি করলেন সেটা কোন বিষয় নয়। যদি একটি ব্যাকলিংক তৈরী করেন এবং সেটা যদি খুব ভালো ব্যাকলিংক হয় তাহলেই আপনার ওয়েবসাইট অনেক রেংকিং  করবে। সুতরাং চেষ্টা করুন ভালো ব্যাকলিংক তৈরী করার।  

Backlink তৈরিঃ

কিভাবে আপনি ব্যাকলিংক তৈরী করতে পারবেন আপনার ওয়েবসাইটের জন্য। সে ব্যাপারে এখন আলোচনা করব। আপনি আপনার টপিক সম্পর্কে বা যে বিষয়ে আপনি পোস্ট লিখেছেন সেই বিষয়ে গুগলে সার্চ করুন প্রথম থেকে বা প্রথম দিক থেকে যে পোস্টগুলো আসবে আপনার সামনে সেই পোস্টগুলোতে প্রবেশ করুন।  আপনার যদি মনে হয় কোন একটি ওয়েবসাইট আপনাকে Backlink দিতে চাইবে। তাহলে আপনি সেখানে ইমেল করে তাদের কাছে ব্যাক লিংক চাওয়ার অনুরোধ করতে পারেন। এখানে আপনাকে মনোযোগ দিতে হবে যে আপনি তাদেরকে অনুরোধ করেছেন আপনি তাদেরকে কোন ধরনের চাপ দেবেন না উপদেশমূলক অথবা আদেশ মূলক কোনো কথা বলবেন না। 

ব্যাকলিংক পেতে হলে সেই সব ওয়েবসাইটে গিয়ে আপনি ওয়েবসাইটের রেংকিং চেক করুন ভালো র‍্যাংকিং দেখে বেশ কিছু ওয়েবসাইট কে টার্গেট করুন সেই এরপরে সেই ওয়েবসাইট গুলোকে রিকুয়েস্ট পাঠাতে পারেন আপনাকে একটি ব্যাকলিংক দেওয়ার জন্য। 

এইভাবে ব্যাকলিংক চাইলে খুব কম ব্যাকলিংক পাওয়ার সুযোগ থাকে।

#1

আপনি তাদের সাইটের ভুল-ত্রুটি গুলো খুঁজে বের করে সেগুলো তাদেরকে জানাতে পারেন এবং সবার নিচে আপনার ওয়েবসাইট লিঙ্ক দিয়ে তাকে ব্যাকলিংক এর জন্য পারেন। তাহলে অনেক বেশি সুযোগ থাকে আপনার ব্যাকলিংক পেয়ে যাওয়ার জন্য। কারণ আপনি তাকে সাহায্য করছেন। 

#2

দ্বিতীয় পদ্ধতি এই পদ্ধতিতে আপনি ওয়েবসাইটের ব্যাগ লিংক এবং ব্রকেন লিংক গুলো খুজে বের করতে পারেন এরপর ব্রকেন লিংক গুলো চেক করে সেগুলোর একটি ইমেইলের মাধ্যমে তাকে জানাতে পারেন যে, 'তার ওয়েবসাইটে কোথায় ব্রকেন লিঙ্ক আছে' । আপনি ওই টপিক সম্পর্কে একটি পোস্ট লিখতে পারেন এবং তাকে বলতে পারেন যে তার ওয়েবসাইটের ব্রকেন লিংক এর সাথে আপনার এই পোষ্টের লিংক রিপ্লেস করার জন্য। এক্ষেত্রে সে একটি লিঙ্ক পেয়ে যাবে তার ব্রকেন লিংক গুলো সরিয়ে নেওয়ার জন্য এবং আপনিও একটি ব্যাকলিংক পেয়ে যাবেন। সুতরাং এখানেও আপনাকে অনুরোধমূলক ভাষায় কথা বলতে হবে। তার সাথে কথা বলার মাধ্যম হিসেবে আপনি ইমেল ব্যবহার করতে পারেন। প্রত্যেকটা ওয়েবসাইটেই Contact us নামের একটি পেইজ থাকে যেখান থেকে আপনি তার ইমেইল খুঁজে বের করতে পারেন এভাবেই আপনি একটি ব্রকেন লিংক থেকে একটি ব্যাকলিংক পেয়ে যেতে পারেন। আপনাকে মনে রাখতে হবে কোন ভাবেই আপনি তাদের সাথে কোন ধরনের খারাপ কথা বলবেন না। কিংবা রাগী ভাষায় কথা বলবেন না অথবা তাদেরকে উপদেশ দেবেন না । তাহলে তারা আপনার লিংক থেকে রিজেক্ট করে দিতে পারে। তাহলে আপনি ব্যাকলিংক পাবেন না ।সুতরাং আপনাকে অনুরোধমূলক ভাষায় কথা বলতে হবে। তবে অধিক রিকোয়েস্ট করবেন না।



#3

ফোরাম ওয়েবসাইটঃ

বিভিন্ন ফোরাম ওয়েবসাইটের সাথে যুক্ত হওয়া । বিভিন্ন ফোরাম ওয়েবসাইটের সাথে যুক্ত হয়ে সেখানে নিয়মিত পোস্ট করে আপনি ব্যাকলিংক পেতে পারেন। সুতরাং আপনি ফোরাম ওয়েবসাইটগুলো খুঁজে সেখানে আপনার যে সম্পর্কিত পোস্টগুলো আছে সেই সম্পর্কিত (ফোরামের সদস্য হন) কিছু তথ্যবহুল পোস্ট ফোরামে করুন এবং সে ফোরামের সাথে একটি লিঙ্ক দিয়ে দেন তাহলে ওখান থেকেও আপনার একটি ব্যাকলিংক তৈরি হবে।


#4

Social media network:

সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার। সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার করে আপনি ব্যাকলিংক পেতে পারেন। ফেইসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, whatsapp ইত্যাদি আপনাকে প্রচুর পরিমাণে ট্রাফিক এনে দিতে পারে। যা আপনার ওয়েবসাইট রাঙ্কিং এ সাহায্য করবে।



 ফেসবুকে আপনি একটি পেজ খুলে অথবা একটি গ্রুপ খুলে সেখানে পোস্ট করতে পারেন এবং সেখানে একটি লিংক দিয়ে দিতে পারেন। তাছাড়া ফেসবুকে বিভিন্ন ধরনের গ্রুপ আছে সেখান থেকে আপনার যে বিষয়ে ওয়েবসাইট সেই বিষয়ের একটি গ্রুপ নির্ধারণ করুন। আপনি এখানে অনেকগুলো গ্রুপ নির্ধারণ করতে পারেন। মনে করুন, আপনি অনলাইন আর্নিং সম্বন্ধে একটি পোস্ট লিখেছেন তো অনলাইন আর্নিং এর কোন একটি গ্রুপে গিয়ে আপনি সেটি পোস্ট করতে পারেন। তবে সরাসরি লিংক দিয়ে দিলে সেই লিংকে ক্লিক করার সম্ভাবনা খুব কম থাকে এজন্য ওখানে আপনি তথ্যবহুল কিছু পোস্ট লিখুন এবং পরবর্তীতে আপনি একটা লিংক  দিয়ে দিতে পারেন।

বেশ কিছু গ্রুপ আছে যাদের ইউজার সংখ্যা অনেক বেশি । তবে তারা কোন ধরনের রেফারেন্স লিংক সাপোর্ট করে না। এক্ষেত্রে আপনি আপনার নিজস্ব একটি গ্রুপ তৈরি করতে পারেন। 



Youtube

Youtube এর ব্যবহার ইউটিউব ব্যবহার করে খুব সহজেই আপনি প্রচুর পরিমাণে ট্রাফিক পেতে পারেন । youtube এ শর্ট ভিডিও তৈরি করে সে ভিডিও ডেসক্রিপশনে একটি লিংক দিয়ে দেন। অথবা আপনার যদি কোন  ইউটিউব চ্যানেল অলরেডি থেকে থাকে তাহলে সেখানে আপনি ভিডিও তৈরি করুন। তথ্যবহুল কিছু ভিডিও তৈরি করে তার নিচে ডেসক্রিপশন লিংক দিয়ে দেন । চাইলে আপনি সেই ভিডিও লিংকটা আপনার ওয়েবসাইটেও দিতে পারেন।



আপনার ওয়েবসাইটের Rank দেখার জন্য আপনি একটি ফ্রি ও প্রিমিয়াম টুলস (https://ahrefs.com) ব্যবহার করতে পারেন।

তবে ওয়েবসাইটের ব্রকেন লিঙ্ক খোঁজার  ahrefs ফ্রিতে পেয়ে যাবেন।



এখান থেকে আপনি শুধুমাত্র আপনার সেই ওয়েবসাইটের লিংকটি পেস্ট করুন এরপর Im not robot ক্লিক করে কিছুক্ষণ অপেক্ষা করুন। নতুন একটি উইন্ডোতে আপনি দেখতে পারবেন সে সমস্ত ব্রোকেন লিঙ্কগুলো আপনি অনুসন্ধানের কাছে ব্যবহার করতে পারবেন।

#5

পঞ্চম পদ্ধতি এবং সব থেকে ভালো পদ্ধতি‌ ব্যাকলিংক তৈরি করার। যেসব ওয়েবসাইটের রেংকিং খুব বেশি সেই সব ওয়েবসাইট থেকে ব্যাকলিংক তৈরি করা । তাও সম্পূর্ণ ফ্রিতে তৈরি করার জন্য সর্বপ্রথম আপনাকে একটি মাধ্যম খুঁজতে হবে যে মাধ্যমটি হতে পারে কোন নিউজ পেপার বা কোন অনলাইন কোন জার্নালিস্ট পেইজ...........।

আমি যে পদ্ধতিটি এবার বলতে যাচ্ছি এ পদ্ধতি টি খুবই কঠিন একটি বিষয়। সবাই এভাবেই  ব্যাকলিংক তৈরি করতে পারেনা। এ পদ্ধতি হল আপনি কোন অনলাইন সংবাদপত্রের ওয়েবসাইটের সাথে যুক্ত থাকবেন এবং সেখানে কন্টেন্ট লিখবেন এবং সেই কনটেন্টের নিচে আপনার ওয়েবসাইটে ব্যাকলিংক থাকবে । এর জন্য বেশ কিছু ওয়েবসাইট আছে যেখানে বিভিন্ন লোকের কনটেন্ট গুলো নেওয়া হয় এবং সেখান থেকে বেছে বেস্ট কন্টেন্ট গুলো বিভিন্ন খবরের পত্রিকা পাবলিশ করা হয় এবং এর ফলস্বরূপ আপনি পেয়ে যান একটি ব্যাকলিংক ।এ বিষয়ে যদি আপনি বিস্তারিত জানতে চান তাহলে আমি নতুন একটি পোস্টে আপনাকে বিস্তারিত বলবো। এজন্য আপনাকে কমেন্ট করে বলতে হবে আপনি এ বিষয়ে জানতে ইচ্ছুক কিনা। আপনি যদি আপনার ওয়েবসাইটের জন্য মাত্র একটি ব্যাকলিংক পেয়ে যান এ মাধ্যমে। তাহলে আপনাকে আর পেছনে ফিরে তাকাতে হবে না। এটি আপনি সম্পূর্ণ ফ্রিতে করতে পারবেন। যদি আপনি মোটামুটি ভাল কনটেন্ট লিখতে পারেন তাহলে আপনি খুব সহজেই এভাবে ব্যাকলিংক তৈরি করতে পারবেন। এজন্য কোন একটি বিষয়ের প্রতি আপনার ভালো জ্ঞান থাকা প্রয়োজন। যার মাধ্যমে আপনি কোন আর্টিকেল লিখতে পারবেন।





সমস্যা

ব্যাক লিফ নিয়ে আরো কিছু কথা যদি কোন নেগেটিভ সাইট থেকে আপনার ব্যাক লিংক তৈরি হয় তাহলে আপনাকে কি সমস্যা  হতে পারে। নেগেটিভ সাইটের অর্থ হল অশ্লীল কিংবা গুগলের চোখে অপরাধমূলক কোন ওয়েবসাইট থেকে যদি আপনার ব্যাক লিংক তৈরি হয় তাহলে আপনার ওয়েবসাইটেও নেগেটিভ প্রেসার বা চাপ পড়তে পারে এ জন্য এর প্রতিকার স্বরূপ গুগল সার্চ কনসলে গিয়ে রোবট টিএক্সটি তে গিয়ে সেখান থেকে এই ওয়েবসাইটগুলোকে ব্লক করে দিতে পারেন তাতে আপনার ওয়েবসাইট নেগেটিভ চাপ থেকে মুক্ত হবে ।



আজকের পোস্টটি এখানে সমাপ্ত করছি আশা করি ব্যাকলিংক সম্বন্ধে বেশ কিছু তথ্য আপনারা জানতে পেরেছেন।

যদি আপনার বন্ধু দেখেন সম্বন্ধে জানতে ইচ্ছুক হয় তাহলে এই পোস্টটি তাদের সাথে শেয়ার করুন এবং আমার ওয়েবসাইটের সাথে থাকুন।

ধন্যবাদ সবাইকে।



Hi, I'm the owner of this site. I share different types of learning books, files, blogs, tutorials and much more on this website.

একটি মন্তব্য পোস্ট করুন

Let me know how can I help you?